আমরা সবাই গুগল প্লে থেকে কোন অ্যাপ একবার ডাউনলোডের পর অবশ্যই চাইবো একই জিনিস বার বার ডাউনলোড না করে অ্যাপটির ব্যাকাপ রাখতে। যাতে করে এই ব্যাকাপ ফাইল থেকে-ই পরপবর্তীতে খুব সহজেই অফলাইনে একবার ডাউনলোডকৃত অ্যাপ ইন্সটল করতে পারি। এতে যেমন বাচবে আপনার MB তেমন বাচবে আপনার সময়। এই অ্যাপটি ব্যাবহার করে আপনি এই কাজটি করতে পারবেন খুব সহজেই। একই সাথে ব্যাকাপকৃত কোন অ্যাপ আপনজনদের সাঙ্গে খুব সহজেই শেয়ার করতে পারবেন। শেয়ার মাধ্যম হিসেবে আপনি আপনার ফোনে অন্তর্ভুক্ত যে কোন ধরনের শেয়ারিং মিডিয়াম(Bluetooth, WiFi Direct, SHAREit, e-Mail etc…) ব্যাবহার করতে পারবেন অতি সহজেই। এছাড়া আপনি পাবেন অ্যাপ লিস্ট থেকে কোন অ্যাপ দ্রূত ওপেন অথবা রিমুভ করার সুবিধা। সবচেয়ে আকর্ষনীয় ফিচার হিসেবে থাকছে আপনার ব্যাবহৃত কোন অ্যাপের সহজাত কোন অ্যাপ সহজে খুজে বের করার সুবিধা। একটু বুঝিয়ে বলা যাক ব্যাপার টা। মনে করুন আপনি Temple Run গেম টা অনেক পছন্দ করেন এবং আপনি চান Temple Run এর মত আরো কিছু Game সহজে খুজে পেতে। এই কাজটি খুব সহজেই করতে পারবেন আপনি এই অ্যাপের মাধ্যমে। “Related App” ফিচারের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন Temple Run এর মত আরো কি কি Game আপনার জন্যে প্লে স্টোরে অপেক্ষা করছে। সুতরাং অ্যাপ লিস্ট থেকে সহজেই Temple Run এর উপর ট্যপ করে “Related App” মেনু তে গেলে আপনি পেয়ে যাবেন “Temple Run 2”, “Brave”, “Temple Run OZ” ইত্যাদি সব অসাধারন গেমগুলি। So…why you are waiting for… GO>> Download and have fun.
এক নজরে দেখে নিন অ্যাপের গুরুত্বপুর্ন ফিচারসমুহঃ
  • One tap app backup
  • Share app quickly
  • Launch app quickly
  • Uninstall app easily
  • Search Related app
Download Link: https://play.google.com/store/apps/details?id=com.codelab.appshare

1 comments :

  1. You have given very nice post it is very knowledgeable and result oriented. Website is very good tool for any companyWeb Designing Company Bangalore | Website Development Bangalore graphic design training

    ReplyDelete

 
How to Lose Weight at Home Top