ভূমিকাঃ আমরা অনেকেই তাদের ব্লগের জন্য ফেসবুক পেজ তৈরী করে থাকি। আমরা চাই, আমাদের ব্লগের
নতুন পোস্টগুলো যাতে অটোমেটিক ফেসবুক পেজে পাবলিশ হয়ে যায়। আর এজন্য আমরা বিভিন্ন ফেসবুক
প্লাগিন ব্যবহার করি। যেমনঃ Rss Grafiti, Network Blogs ইত্যাদি। এগুলো যে ভাল তা
নিয়া আমার কোন সন্দেহ নাই। কারণ আমি নিজেও এগুলো ব্যবহার করতাছি।
কিন্তু অলস বাঙালি। বুঝেন তো, আর সাধারণ চাই। আর চাইতাম পেজে এপ্লিকেশন যাতে দেখা না যায়।
তারপর একদিন জামিল ভাইয়ের প্লাগিন লিস্ট থেকে পেয়ে যাই যা চেয়েছিলাম। জামিল ভাই নিজেও জানেনা
এটা কত কাজের। বিশ্বাস না হলে এখানে ক্লিক করুন। তাহলে আসুন যাই বর্ণনায়।
বর্ণনাঃ প্রথমেই আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ লগিন করুন। Dashboard >> Plugins >> Add
New
এবার search বক্সে Facebook Page Publish লিখে সার্চ দিন। সেখানে প্রথমেই দেখুন
আসবে Facebook Page Publish। এবার এর নিচে দেখুন লেখা details I install now

install now ক্লিক করে প্লাগিনটি ইন্সটল করুন। ইন্সটল হলে নতুন একটি পেজ আসবে যেখানে
ইন্সটলের কনফার্মেশন দেখা যাবে। কনফার্মেশনের  নিচে লেখা আছে Activate Plugin I
Return to plugin installer
এখান থেকে Activate Plugin ক্লিক করুন।
১ম ধাপ শেষ। এবার দ্বিতীয় ধাপ।
চলুন যাই ড্যাশবোর্ডের এই প্লাগিনের পেজে।
dashboard এর settings-এ দেখুন লাখা আছে Facebook Page Publish। ক্লিক
করুন।
উপরে দেখুন লেখা আছে 1. Facebook Connention.
এখানে লেখা detailed setup instruction ক্লিক করে দেখে নিন এরপর কি করতে হবে। সেভাবে করুন।

বুঝেছি, এবার আপনি অলস হয়ে গেছেন। আমাকেই দেখিয়ে দিতে হবে।
ঠিক আছে। এবার  www.developers.facebook.com/apps এ ফেসবুক ডেভেলপার পেজে যান।

আগে থেকে যদি ডেভেলপার না হয়ে থাকেন, তাহলে permission চাইবে। নিঃসংকোচে দিয়ে দিন।
ডান পাশে +create New App লেখা আছে। ক্লিক করুন।

App Display Name এ আপনার হবু এপ্লিকেশনটির একটা নাম দিন। App Namespace এর ঘরে কিচ্ছু না দিলেও চলবে(এটা কি তা আমি নিজেও জানিনা)।  এবার টিক চিহ্ন দিয়ে ফেসবুক পলিসির সাথে একমত হয়ে continue দিন।
এবার ক্যাপচা আসতে পারে। পূরণ করে Submit দিন।
এবার আপনার apps এর basic পেজে আসবেন। দেখুন app display name দেয়া আছে (আগে দিয়েছিলেন, তাই)।  contact email দিন। সম্ভবত আপনার প্রাইমারী ইমেইল এড্রেস দেয়া আছে। অন্যটা দিলে হবে কিনা আমি জানিনা। app domain এর জায়গায় আপনার ডোমেইন ঠিকানা লিখে enter চাপ দিন। কোন www. বা http:// লিখবেন না।
নিচে Cloud Service লিখা আছে। ওখানে টাচ করা দরকার নেই। জানেন তো? না জেনে যেকোন জায়গায় টাচ করা ভাল না।
নিচে দেখুন লেখা আছে website। এটার বাম পাশে টিক এর জায়গায় টিক ক্লিক করে আপনার চিহ্ন বসিয়ে দিন। তাহলে ডোমেইন ঠিকানা লিখার ঘর আসবে। সেখানে আপনার পূর্ণ ওয়েব এড্রেস বসিয়ে দিন যেটার জন্য এত কষ্ট করতাছেন। এবার save changes ক্লিক করুন।
২য় ধাপ এর এখানেই সমাপ্তি। কোনরুপ বিরতি ছাড়াই দেখতে থাকুন তৃতীয় ধাপ।
ফিরে আসুন ড্যাশবোর্ডের প্লাগিন পেজে।
Application Idর ঘরে তা বসিয়ে ডান পাশে access grantedএ ক্লিক করুন। আপনার ফেসবুকে access করার অনুমতি চাইবে। আপনার নিজের তৈরী এপ্লিকেশন, তাই নিজের উপর বিশ্বাস আছে কিনা তা ভেবে অনুমতি দিবেন কিনা ভাবুন। যদি দেন, এবার application Secret এর ঘরে secret code বসান। হ্যাঁ আপনার application id এবং secret code আপনার ফেসবুক ডেভেলপার পেজে উপরে দেয়া আছে। ignore ssl certificate এর ঘরে টিক দেয়া দরকার নেই। এবার save changes করুন। এবার নিচে 2. publishing এ আপনার পেজ ও প্রোফাইল লিস্ট দেয়া আছে। সেখান থেকে সিলেক্ট  করুন কোনটায় প্রকাশ করতে চান। জাস্ট ক্লিক end save।
3.customization এ গ্রাভাটার সিলেক্ট করে সেভ করুন। ব্যাস, কাজ খতম। এবার নতুন পোস্ট দিন আর দেখুন আপনার ফেসবুক পেজে। বিনা অনুমতিতে আপনার পোস্টগুলো পেজে প্রকাশ হয়ে যাবে (কারণ আগেই চিরতরে অনুমতি দিয়েছেন)।
উপসংহারঃ এটা কিন্তু পুরোটাই বিজ্ঞাপন। ক্লিক করুন। >>আমাদের গ্রুপ<< >>extra network page<< >>sabbd page<< >>মোবাইল অপারেটরদের নিউজ<< >>wordpress help group<< >>Movie বিষয়ক সাইট<<

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top