আপনার ব্লগার বা ওয়ার্ডপ্রেসে গুগল এডসেন্স কিভাবে দিবেন!!! 

আজ আপনাদের জন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। আমাদের মধ্য অনেকেই আছেন যারা বিভিন্ন ব্লগ তৈরি করেছেন কিছু টাকা পয়সা উপার্জনের আশায়। আর এ আশার এক মাত্র সম্বল হল “গুগল এডসেন্স”। বলতে গেলে এটি একটি সোনার হরিণ। অনেক কষ্টের পর এটা পাওয়া গেলেও অনেকেই এটার কোড তার ব্লগে বসাতে পারে না। তখন হতাশ লাগে নিজে থেকে। যাক, বাদ দেন এই সব। এবার আসুন সমস্যাটার সমাধান করে ফেলি……..

ব্লগার

  • প্রথমেই আপনার ব্লগার একাউন্টে প্রবেশ করুন।
  • এবার ড্যাসবোর্ডের Design ট্যাবে ক্লিক করুন।
https://www.facebook.com/unselected
  • এবার Adsense উইগেট নিয়ে যে কোন জায়গায় বসান।


  • এবার নিচের ঘরগুলো ফিল করুন।
https://www.facebook.com/unselected
  • এবার Sign in বাটনে ক্লিক করে সাইন ইন করুন।
  • তাহলে একটি configuration page আসবে ও এখান থেকে আপনার এডসেন্সে কি ধরনের এড দেখতে চান, তা সিলেক্ট করুন।

https://www.facebook.com/unselected
  • সব ঠিকঠাক করে Save বাটনে ক্লিক করে সেভ করুন।
  • এবার আপনার উইগেটটি যেখানে দিতে চান, সেখানে দিন।
https://www.facebook.com/unselected
এবার আপনার ব্লগ খুলে দেখুন। কি এসেছে ?

 ওয়ার্ডপ্রেস

নিচের ছবিটি দেখুন….
https://www.facebook.com/unselected
এটা হল ওয়ার্ডপ্রেসে এডসেন্সের ম্যাপ। আপনি এখানে আপনার এডসেন্স কোড বসাতে পারবেন। এখন আমি দেখব কিভাবে আপনি দ্রুত এডসেন্স লাগবেন।
https://www.facebook.com/unselected
এবার সেটিংগুলো করে নিয়ে Save Changes এ ক্লিক করুন। ব্যস কাজ শেষ।

1 comments :

  1. বর্তমান সময়ে (2019 সালে) ইন্টারনেট থেকে আয় বলতে বা সহজ ইনকামের পথ বা উপায় হিসেবে গুগোল এডসেস্ন কে প্রথম এবং একটি নিরেপেক্ষ প্লাটফরম ধরা হয়।বর্তমানে Google Adsense এবং YouTube এর মাধ্যমে অনেকেই হাজার হাজার ডলার আয় করেছেন।
    বিস্তারিত জানতেঃ গুগোল এডসেস্ন একাউন্ট ক্রয়

    ReplyDelete

 
How to Lose Weight at Home Top