ফেসবুকের রয়েছে নানান ফিচার। নিত্য নতুন স্ট্যাটাস দেয়া, ছবি-ভিডিও শেয়ার
করা, বিভিন্ন বিষয়ের উপর পেজ তৈরি করে তা সকলের মাঝে প্রচার করা প্রভৃতি।
ফেসুবকের জনপ্রিয়তায় বর্তমানে ওয়েব ডেভেলপাররা তৈরি করেছেন ফেসবুকের জন্য
নানান ধরনের ওয়েবসাইট, অ্যাপ্লিকেশন, গেম প্রভৃতি। ফেসবুককে আরও সহজে
ব্যবহারের জন্য রয়েছে এরকম বেশকিছু ওয়েবসাইট। ফেসবুক সংক্রান্ত নানান তথ্য,
ফেসবুক নিয়ে ব্লগিং প্রভৃতি কাজের জন্য এসব সাইট অনেকের জন্য বেশ ভাল কাজে
দিতে পারে। এসব সাইটের নাম লক্ষ্য করলেই বোঝা যায়, এগুলো তৈরিই করা হয়েছে
ফেসবুককে কেন্দ্র করে।
হাউ ডু আই ফেসবুক
ফেসবুকে যারা নতুন, তাদের জন্য বেশ কাজের একটি সাইটের নাম হাউ ডু আই
ফেসবুক। নামের মতই এই সাইটের কনটেন্ট খুব সহজেই বোঝা যায়। নতুন ফেসবুক
ব্যবহারকারীরা কী করে ফেসবুকের নানান ফিচার ব্যবহার করতে পারেন, তা নিয়ে
আলোচনা রয়েছে এই সাইটে। ফেসবুকের নিজস্ব ‘হেল্প সেন্টার’ থেকেই ফেসবুক
সংক্রান্ত নানান প্রশ্নের জবাব মিলতে পারে। তবে অনেকেই ফেসবুকের সেই হেল্প
সেন্টারটিকে সহজবোধ্য মনে করেন না। তাদের জন্যই খুব কার্যকরী হয়ে উঠতে পারে
এই সাইটটি। ফেসবুকে ব্যবহূত বিভিন্ন শব্দের অর্থ ও এর ব্যবহার, ফেসবুক
বিষয়ক বিভিন্ন প্রশ্ন ও উত্তর এই সাইটটিতে পাওয়া যাবে। নতুন ব্যবহারকারীদের
মত তাই পুরোনো ফেসবুক ব্যবহারকারীরাও এই সাইটটি ভিজিট করে দেখতে পারেন। এই
সাইটের ঠিকানা www.howdoifacebook.com
অলফেসবুক অনেকেই পরিসংখ্যান পছন্দ করেন।
পরিসংখ্যানে নিজের পছন্দের বিষয়গুলোকে শীর্ষস্থানে বা জনপ্রিয় হিসেবে দেখতে
পছন্দ করেন। ফেসবুক ব্যবহারকারীদের মধ্যেও যে পরিসংখ্যান পাগল কম নেই তা
বোঝা যায় ফেসবুকের বিভিন্ন অ্যাপ্লিকেশন ব্যবহার দেখে। এসব অ্যাপ্লিকেশনের
মধ্যে তথ্য বিশ্লেষণের অ্যাপ্লিকেশনগুলোর জনপ্রিয়তা বেশ বাড়তির দিকে। এসব
নানান বিশ্লেষণ আর পরিসংখ্যান পাগলদের জন্য ফেসবুকের নানান তথ্যের বিশ্লেষণ
নিয়ে চমত্কার একটি সাইটের নাম অলফেসবুক। ফেসবুকের সর্বশেষ খবরাখবর, ফেসবুক
পেজের মধ্যে কোন পেজগুলোর অবস্থান জনপ্রিয়তায় শীর্ষের দিকে, সপ্তাহের
সবচেয়ে বেশী ‘লাইক’ করা পেজ, সপ্তাহের সেরা গেম, অ্যাপ্লিকেশন, মাসের সেরা
গেম, অ্যাপ্লিকেশন- এ ধরনের নানান তথ্য আর পরিসংখ্যান নিয়ে সাজানো হয়েছে এই
ওয়েবসাইট। কাজেই যারা নানান ধরনের পরিসংখ্যান বা তথ্য ঘাটতে পছন্দ করেন,
তারা ঘুরে আসতে পারেন এই সাইট থেকে। ঠিকানা www.allfacebook.com
ফেসবুক ভিডিও ডাউন
ফেসবুকে অনেকেই ভিডিও আপলোড করে থাকেন। একজনের আপলোড করা ভিডিও ফেসবুকে
সহজে দেখা গেলেও সহজে ডাউনলোড করার সুযোগ নেই। এই কাজে অনেকেই নানান ধরনের
ভিডিও ক্লায়েন্ট ব্যবহার করে থাকেন। তবে যারা এই কাজের জন্য আলাদা কোনো
সফটওয়্যার ব্যবহার করতে চান না, তারা ব্যবহার করতে পারেন ফেসবুক ভিডিও ডাউন
সাইটটি। এতে যে কোনো ফেসবুক ভিডিও ইউআরএল লেখার একটি ঘর রয়েছে। সেখানে
কোনো ভিডিও’র ইউআরএল লিখে ডাউনলোড বাটনে ক্লিক করলেই ভিডিওটি ডাউনলোড করার
লিংক চলে আসবে। সেখান থেকে সহজেই ডাউনলোড করা যাবে ভিডিওটি। সাইটের ঠিকানা
www.facebookvideodown.com
রিফেস মি ফেসবুকের মত বর্তমানে
বিভিন্ন ব্লগ সাইটও বেশ জনপ্রিয়। এরকম একটি ব্লগের নাম রিফেস মি। তবে
অন্যান্য ব্লগের সাথে এই ব্লগটির পার্থক্য হচ্ছে, এই ব্লগটি কেবল ফেসবুক
নির্ভর। এই ব্লগের কনটেন্টগুলোকে সাজানো হয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে। যেমন,
ফেসবুক স্ট্যাটাস আপডেট, প্রোফাইল, ফেসবুক গ্রুপ ও পেজ, ফটো-ভিডিও, গেমস,
অ্যাপ্লিকেশন, ফেসবুকোলজি ইত্যাদি। এসব ক্যাটাগরিতে আলোচনা করা হয়েছে
ফেসবুকের নানান দিক নিয়ে। রয়েছে ফেসবুক ব্যবহারের নির্দেশিকা এবং ফেসবুক
সম্পর্কিত নানান ধরনের টিপস। আর ব্লগ সাইট বলে নানান বিষয়ে এখানেও সকলের
সাথে মন্তব্য, সমস্যা শেয়ার করা যায়। এর ঠিকানা www.reface.me
ফেসবুক ক্রেজ ও ফেসবুক ফ্লো
ফেসবুকনির্ভর আরেকটি ব্লগ সাইটের নাম ফেসবুক ক্রেজ। Facebookcraze.com
ঠিকানায় গিয়ে ভিজিট করা যায় এই ব্লগ সাইটটি। এতে ফেসবুক ফসবুক নিয়ে নানান
ধরনের বিষয় শেয়ার করা যায় সকলের সাথে। সাইটটিতে রয়েছে ফেসবুকের জন্য মজার
মজার সব স্ট্যাটাস আপডেট এবং বন্ধুদের ট্যাগ করার জন্য চমত্কার সব ছবির
ইফেক্ট। আরও রয়েছে ফেসবুকের নানান গেম নিয়ে আকর্ষণীয় রিভিউ যা ফেসবুক
গেমারদের গেম বাছাই করে নিজের পছন্দের গেমটি বেছে নিতে সাহায্য করবে।
ফেসবুক ক্রেজ এর পাশাপাশি একই ধরনের আরেকটি ব্লগ সাইটের নাম ফেসবুক ফ্লো।
এখানেও রয়েছে ফেসবুকের নানান খবর, ফেসবুকের নানান অ্যাপ্লিকেশনের রিভিউ,
ফেসবুক গেমগুলোর রিভিউ, নতুন নতুন ফেসবুক পেজের খবর প্রভৃতি। এই সাইটটির
ঠিকানা www.facebookflow.com।
ফেসমুডস ফেসবুকের অন্যতম বেশী ব্যবহূত একটি ফিচার
হচ্ছে চ্যাটিং। অনেকেই এখন ইয়াহু বা অন্যান্য মেসেঞ্জার ব্যবহার করার
চাইতে ফেসবুক ব্যবহার করে চ্যাট করতেই স্বাচ্ছন্দ্যবোধ করে থাকেন। তবে
অন্যান্য ইন্সট্যান্ট ম্যাসেজিং সার্ভিসের তুলনায় ফেসবুকের চ্যাটিং
সার্ভিসের কিছু সীমাবদ্ধতা রয়েছে। যেমন, একটি সীমাবদ্ধতা হচ্ছে চ্যাটিং এর
সময়ে ইমোটিকন ব্যবহার না করতে পারা। ফেসবুকে চ্যাটিং এর সময়ে স্মাইলি,
ইমোটিকন বা অ্যানিমেশন যুক্ত করতে না পারার এই সীমাবদ্ধতা কাটিয়ে উঠতে
সহায়তা করবে ফেসমুড সাইটটি। এই সাইটে রয়েছে রয়েছে ছোট্ট একটি সফটওয়্যার যা
ডাউনলোড করে ইন্সটল করে নিতে হয় পিসি বা ল্যাপটপে। আর তারপরেই আপনি
ফেসবুকের স্ট্যাটাস, চ্যাট, ওয়াল, ম্যাসেজ- সব ক্ষেত্রেই ব্যবহার করতে
পারবেন আপনার পছন্দের স্মাইলি, ইমোটিকন বা অ্যানিমেশন। সাইটের ঠিকানা
www.facemoods.com
ইনসাইড ফেসবুক ফেসবুকের জন্য
অ্যাপ্লিকেশন তৈরি করতে রয়েছেন ডেভেলপার, প্রোগ্রামার এবং ফেসবুকের মাধ্যমে
ইকমার্সের কাজও করে থাকেন অনেকেই। তাদের সহায়তা করার জন্য কার্যকরী একটি
সাইটের ইনসাইড ফেসবুক। এই সাইটে রয়েছে ফেসবুকের নানান অ্যাপ্লিকেশন
সম্পর্কে তথ্য এবং ফেসবুকের নানান খবরাখবর। এই সাইটের ঠিকানা
Insidefacebook.com