ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করুন ব্লগঃ ৬ষ্ঠ পর্ব 

আজ আবারও আপনাদের সামনে হাজির হয়েছে ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির ৬ষ্ঠ পর্ব নিয়ে। ওয়ার্ডপ্রেসের উপর ব্লগ তৈরির মূল পর্বগুলো মোটামুটি শেষ। আজ দেখাব কিছু বিশেষ বিশেষ টিপস। চলুন আজকের টিউনে…..

সামাজিক সাইটগুলোতে অটোমেটিক পোষ্ট আপডেট

সামাজিক সাইট বলতে ফেইসবুক, টুইটার, ইয়াহুতে সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে পোষ্ট করবেন এটাই দেখাব। আপনারা কি কখনও লক্ষ্য করেছেন, আমাদের টিউনার পেইজে কোন নতুন টিউন হলেই তা সরাসরি ও স্বয়ংক্রিয়ভাবে ফেইসবুকে আপডেট হয়। এক্ষ্রেত্রে কেউ কোন কিছুই করে না। শুধু ব্লগে একটু কাজ করা হয়েছে। মানে ব্লগে ফেইসবুকের লিংক দেয়া আছে, তাই সরাসরি আপডেট। এই কাজটি যদি আপনি করেন, তাহলে আপনার ব্লগে ভিজিটরও বাড়বে। ফলে আপনার ব্লগটিও হয়ে উঠবে দ্রুত জনপ্রিয়। এবার চলুন কাজটি করি।
আপনার ব্লগের ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার বামপাশের প্যানেল থেকে My Blogs এ ক্লিক করুন। তাহলে নিচের মতো একটি পাতা আসবে।
দেখুন অনেকগুলো চেকবক্স আছে। আপনি আপনার পচন্দ মতো জায়গায় টিক দিন। ইচ্ছা করলে সবগুলোতেই চেক করতে পারবেন। এখন মনে করি, আপনি টুইটারে আপনার ব্লগের নতুন নতুন টিউনগুলো সরাসরি আপডেট করবেন। Twitter চেক করুন। তাহলে আপনাকে সরাসরি টুইটার একাউন্টে নিয়ে যাবে। এবার আপনার টুইটার একাউন্ট লগইন করুন। আর যদি একা্‌উন্ট না থাকে তাহলে একটি একাউন্ট খুলে নিন। আপনি লগইন করার পর আর সাইন আউট করবেন না। তাহলে আপনি নতুন টিউন করলেই স্বয়ংক্রিয়ভাবেই টুইটারে টিউন শুরু হয়ে যাবে।

এলোমেলো টিউন

এলোমেলো টিউন হল আপনি যদি বিভিন্ন ব্লগ ভিজিটর হন, তাহলে বিভিন্ন জায়গায় দেখবেন এলোমেলা পোষ্ট থাকে। যেমন- টিউনার পেইজেই আপনাদের জন্য এই রকমই একটি অপশন আছে। কোথায়? আপনি উপরের স্লাইডবারের মানে “লগইন/রেজিট্রাষ্টার” বাটনে ক্লিক করুন। তাহলে উপর থেকে একটি বক্স আসবে। বামদিকে দেখুন, লেখা আছে “সর্বশেষ টিউন” এটার নিচেই দেখবেন একটি টিউন আছে। কি আছে দেখুন! এবার বক্সটি আবার বন্ধ করে আবার খুলুন, দেখবেন আরেকটি চলে এসেছে। এটাই হল এলোমেলো টিউন বা র‍্যানডোম টিউন।
আপনি ইচ্ছা করলে আপনারও ব্লগেও এমন একটি টিউন রাখতে পারেন। এজন্য ড্যাসবোর্ডে প্রবেশ করুন। বামপাশের প্যানেল থেকে Appearance >> Widgets এ যান। এবার একটি নতুন Text উইজেট নিন। এটাকে টেনে আপনার পচন্দ মতো জায়গায় বসান। এবার এটি ভিতরে লিখুন,
<span style=”font-size:130%;”><a class=”blank” href=”http://untweeter.wordpress.com/?random” title=”এলোমেলো ভাবে একটি টিউন দেখাতে এখানে গুঁতো মারুন” target=”_blank”>Random Post</a></span>
উপরে কোডটি টেক্সট বক্সটির টাইটেল বক্সে পেষ্ট করবেন। আবার সেভ করুন ও আপনার ব্লগে দেখুন একটি র‍্যানডোম অপশন চলে এসেছে। তবে untweeter.wordpress.com এর পরির্বতে আপনার ব্লগের লিংক দিবেন।

ব্লগে ফেইসবুক ও টুইটার লিংক দেয়া

অনেক ব্লগে দেখে থাকবেন যে, ব্লগের একপাশে ব্লগের ফেইসবুক লিংক বা টুইটার লিংক থাকে। আপনি ইচ্ছা করলে আপনার ব্লগেও আপনার ফেইসবুকের লিংক বা টুইটারের লিংক দিতে পারেন। এজন্য ড্যাসবোর্ডে প্রবেশ করুন। বামপাশের প্যানেল থেকে Appearance >> Widgets এ যান। এবার একটি নতুন Text উইজেট নিন। এটাকে টেনে আপনার পচন্দ মতো জায়গায় বসান। এবার এটি ভিতরে লিখুন,
ফেইসবুকের জন্য,
<a href=”http://www.facebook.com/username” target=”_blank”><img src=”http://cache.addthis.com/icons/v1/thumbs/32×32/facebook.png” border=”0″ alt=”Facebook” /></a>
টুইটারের জন্য
<a href=”http://twitter.com/username” target=”_blank”><img src=”http://cache.addthis.com/icons/v1/thumbs/32×32/twitter.png” border=”0″ alt=”Twitter” /></a>
কোডটির দিকে লক্ষ্য করুন, www.facebook.com/username ও twitter.com/username ২টি লাইন আছে, দুইটি কোড। এখানের user name এর জায়গায় আপনার প্রোপাইলের লিংক দিবেন। যেমন- আমার ফেইসবুকের প্রোপাইল লিংক হলে tweetersite. তাহলে কোড লিখবো  http://www.facebook.com/tweetersite. একই ভাবে টুইটারেও।

স্বয়ংক্রিয়ভাবে সূচীপত্র তৈরি

মনে করেন আপনি আপনার ব্লগে ১০০টি টিউন করেছেন। এখন আপনি এগুলো দেখতে হলে আপনাকে এক এক পাতা করে দেখতে হবে। কিন্তু আপনি যদি একটি বুদ্ধি খাটান তাহলে এই কষ্ট চলে যাবে। মানে এক ঠিলে দুই পাখি মারা। আর এর জন্য প্রয়োজন লিষ্ট রাখা। এখন যদি আপনার ব্লগই আপনার প্রত্যেকটি টিউনের স্বয়ংক্রিয় সূচীপত্র তৈরি করে দেয়, তাহলে কেমন হয়? খুবই মজা, তাই না? জ্বী, আপনাকে মাত্র একটি শব্দ লিখতে হবে। তাহলেই হবে।
এজন্য আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার একটি নতুন পাতা তৈরি করুন। আমি আমার আগের পর্বে দেখিয়ে ছিলাম কিভাবে নতুন পাতা তৈরি করতে হয়। তাই কষ্ট করে একটু দেখে নিন। এবার পাতার টাইটেলে লিখুন আপনার ইচ্ছা মতো শিরোনাম। যেমন- সূচীপত্র, পোষ্টসূচী, সকল টিউন, টিউন মেলা ইত্যাদি। এবার বর্ণনা অংশে লিংখুন
[ archives ]
এখানে আমি archives এর দু’পাশে খালি রেখেছি, আপনারা যখন লেখবেন তখন খালি রাখবেন না। খালি থাকলে কাজ হবে না। আমি খালি রেখেছি, কারণ খালি না রাখলে টিউনার পেইজের সকল টিউন এখানে চলে আসবে :D । এখন আপনি তো টিউনসূচী তৈরি করলেন, এখন সমস্যা হল, লেখা যদি ছোট ছোট দেখায়, তাহলে? তাহলে উপরের কোডটির পরিবর্তে নিচের কোডটি লিখুন
<span style=”font-size:130%;”>[ archives ]</span>
এখানে আমি archives এর দু’পাশে খালি রেখেছি, আপনারা যখন লেখবেন তখন খালি রাখবেন না। খালি থাকলে কাজ হবে না। আমি খালি রেখেছি, কারণ খালি না রাখলে টিউনার পেইজের সকল টিউন এখানে চলে আসবে :D । নিচে আর কিছু স্টাইল দিলাম সূচীপত্রের…
Last 12 months:
[archives type=monthly limit=12]
Last 12 months with post count:
[archives type=monthly limit=12 showcount=true]
Last 18 days:
[archives type=daily limit=18]
Last 32 posts:
[archives limit=32]
Last 3 weeks:
[archives type=weekly limit=3]
All posts in a drop-down:
[archives format=option]
Last 12 months with post count in a drop-down:
[archives format=option type=monthly limit=12 showcount=true]
Last 17 weeks with some before and after text:
[archives type=weekly limit=17 before=’some before text’ after=’some after text’]
Note: Do not copy and paste the above examples, as they will not work on your blog (there is extra HTML code within the brackets required to prevent the shortcodes from actually generating an archives list). Please be sure to type out the shortcode manually when adding it to your blog.

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top