ফেসবুকের ফেনপেজ ফাটাফাটি ভাবে ডিজাইন করুন (ফুল টিউটোরিয়াল) 

আজকে আমরা দেখবো কিভাবে নিজেদের ফেনপেজ জটিল ভাবে ডিজাইন করে নিতে পারি। সব থেকে সহজ অ মজার বিষয় হল আজকে যেটা দেখাবো সেটা খুব সহজেই যে কেউ করতে পারবে কারন আলাদা ভাবে ডিজাইন করা থিম আছে জাস্ট এডিট করে নিতে হবে। চলেন তাহলে শুরু করি। প্রথমে এখানে দেখে নিন আমি মাত্র একটি করলাম। বেইমানি করবেন না লাইক দিতে ভুলবেন না যদি ভালো লাগে।  যারা লাইক দিয়েছেন তারা পেজে প্রবেশ করে বাম পাশের welcome লিখার উপরে ক্লিক করে দেখে নিন।
১। এখানে গিয়ে ফেসবুক একাউন্ট দিয়ে লগইন করুন। অথবা এই সাইটে গিয়ে সাইন আপ করে নিন। এর থেকে ভালো ফেসবুক দিয়ে লগইন করুন।
এখন একটি ছোট উইন্ডো আসবে সেখানে আপনি allow তে ক্লিক করুন
তারপরে নিচের ছবির মত একটি উইন্ডো এসে আপনাজে জিগাস করবে কোন পেজের জন্য তৈরি করতে চান। আপনার ইচ্ছা মত পেজ সিলেক্ট করুন যেই পেজের জন্য আপনি ডিজাইন করতে মাঠে নেমেছেন আমার সাথে। মনে রাখবেন আপনার অবশ্যই ফেসবুক পেজ থাকতে হবে নয়ত কিন্তু হবে না।
২। এবার নিচের ছবির মত আপনার পছন্দ মত একটি থিম নিন যেটি নিজের ফেনপেজে সেট করতে চান। মার্ক করা থিম টি আমরা নেই আপাতত।
৩। এবার নিচের ছবির মত মার্ক করা যায়গা থেকে একটি লে আউট নিন।এবং ১, ২, ৩, ৪, ৫ এর একটি একটি করে ঠিক করে নিন।
৪। এবার নিচের ছবির মত ১,২,৩,৪ নং ধাপ গুলো করে নিন।
৫। এবার ঠিক আগের মতন কাজ গুলো করুন ১,২,৩,৪,৫,৬,৭ নং সেকশন গুলোতে।
৬। এবার সব হয়ে গেলে নিচের ছবির মত।আই এম ডান এ ক্লিক করুন।
৭। NEXT STEP লিখায় ক্লিক করুন।
৮। নিচের ছবির মত ১, ২, ৩, ৪ করে ৫ এ ক্লিক করে পাবলিশ করুন। (মনে রাখুন ৪ নং অপশনে তাদের পেজটি লাইক না করলে পাবলিশ বাটন কাজ করবে না)
৯। কি আর কি চাই? কাজ হয়ে গেছে নিজের পেজে গিয়ে দেখুন নতুন একটি ত্যাব তৈরি হয়েছে সেখানে এই ডিজাইন টি আপলোড হয়ে গেছে।

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top