ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করুন ব্লগঃ ৮ম পর্ব 

ওয়ার্ডপ্রেস দিয়ে ব্লগ তৈরির ৮ম পর্ব নিয়ে। আজকের পর্ব হল আপনার ব্লগের কিভাবে SEO (Search Engine Optimaige) করবে। SEO আশা করি বুঝেছেন। আপনাদের পিপি ভাই আপনাদের জন্য ধারাবাহিক SEO এর টিউন করছেন। আপনারা সবাই তারা সাথেই শিখে নিন কিভাবে SEO করতে হয়। তবে আমি যে SEO দেখাব, এটি শুধু মাত্র ওয়ার্ডপ্রেসে ফ্রি ব্লগের জন্য প্রযোজ্য। কারণ আপনি যেগেতু কোন প্লাগইনস ব্যবহার করতে পারছেন না, তাই আপনাকে আমার দেখানো পথেই যেতে হবে। যাদের নিজস্ব সার্ভারে ওয়েবসাইট আছে, তারা বিভিন্ন প্লাগইনস ব্যবহার করে SEO করে থাকে। সেক্ষেত্রে আপনি অক্ষম।
তবে আপনি যদি আপনার ব্লগে SEO করেন তাহলে আপনাকে কয়েকটি কাজ ভাল ভাবে করতে হবে। কাজ গুলো হলঃ ১। নিয়মিত টিউন করা, ২। কপি পেষ্ট করা যাবে না, ৩। আপনার ব্লগটি অবশ্যই মান সম্মত হতে হবে। ওয়ার্ডপ্রেসে গুগল, বিং ও ইয়াহু তিনটি দ্বারা SEO করা যায়। তিনটিতেই করলে ভাল। তবে SEO আপনি কখন করবেন? SEO আপনি ঐ সময় করবেন যখন আপনার ব্লগে একাধিক ব্লগার থাকবে। কিভাবে ওয়ার্ডপ্রেসে একাধিক ব্লগার যুক্ত করতে হয় তা আমি আগের পর্বে দেখিয়েছি। কারণ আপনি হয়ত বুঝে শুনে লিখবেন কিন্তু আপনার ব্লগাররা যদি ঠিক ভাবে না লিখে তাহলে আপনার ব্লগটি আস্তে আস্তে খারাপ ও বাজে হয়ে যাবে। যাক চলুন আপনার তৈরি করা ব্লগের SEO টা করে ফেলি।
প্রথমে আপনার ড্যাসবোর্ডে প্রবেশ করুন। এবার বামপাশের প্যানেল থেকে Tools এ যান। এখানে তিনটি অপশন পাবেন, গুগল, ইয়াহু ও বিং এর। একে একে সিইও করবো।

Google Webmaster Tools

  • একটি নতুন ট্যাব খুলে এখানে যান https://www.google.com/webmasters/tools/
  • এবার আপনার গুগল একাউন্ট দিয়ে লগইন করুন। গুগল একাউন্ট না থাকলে একটি তৈরি করে নিন।
  • লগইন করার পর আপনাকে একটি পৃষ্ঠায় নিয়ে যাবে।
  • ওখানে আপনার ব্লগের নাম চাইবে। আপনার ব্লগের লিংকটা দিন। যেমন- untweeter.wordpress.com
  • এবার আপনাকে বলবে আপনার সাইটটি কি ধরনের মানে আপনার ব্লগকে আপনি কি ধরনের সাইট হিসেবে পরিচিত করবেন তাই্ Mete Tag থেকে দিবেন।
  • সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি কোড দিবে তারা দেখতে অনেকটা এই রকম…
<meta name='google-site-verification' content='dBw5CvburAxi537Rp9qi5uG2174Vb6JwHwIRwPSLIK8'>
  • এবার কোডটি কপি করে আপনার ব্লগের Tools >> Google Webmaster Tools এ পেষ্ট করুন।
  • এবার সবকিছু সেভ করুন ও কোডের পাতায় আবার যান।
  • এবার এখান থেকে Verify বাটনে ক্লিক করুন।
  • তাহলেই গুগলের দ্বারা সিইও করার কাজ শেষ।

Yahoo Site Explorer

  • ইয়াহু থেকে সিইও করতে প্রথমে এখানে যান
  • এবার আপনার ইয়াহু একাউন্ট দিয়ে লগইন করুন না থাকলে একটি একাউন্ট তৈরি করে নিন। তবে ইয়াহুতে একাউন্ট না থাকলে জিমেইল বা হটমেইট একাউন্ট দিয়ে লগইন করেও করতে পারবেন।
  • এবার আপনাকে সিইও এর পাতায় নিয়ে যাবে।
  • ওখানে আপনার ব্লগের নাম চাইবে। আপনার ব্লগের লিংকটা দিন। যেমন- untweeter.wordpress.com
  • এবার আপনাকে বলবে আপনার সাইটটি কি ধরনের মানে আপনার ব্লগকে আপনি কি ধরনের সাইট হিসেবে পরিচিত করবেন তাই্ Mete Tag থেকে দিবেন।
  • সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি কোড দিবে তারা দেখতে অনেকটা এই রকম…
<meta name='y_key' content='3236dee82aabe064'>
  • এবার কোডটি কপি করে আপনার ব্লগের Tools >> Yahoo! Site Explorer এ পেষ্ট করুন।
  • এবার সবকিছু সেভ করুন ও কোডের পাতায় আবার যান।
  • এবার এখান থেকে Ready to Authenticate বাটনে ক্লিক করুন।
  • তাহলেই ইয়াহুর দ্বারা সিইও করার কাজ শেষ।
  • তবে এক্ষেত্রে আপনার কাছে ২৪ ঘন্টা সময়ও নিতে পারে।

Bing Webmaster Center

  • একটি নতুন ট্যাব খুলে এখানে যান http://www.bing.com/webmaster
  • এবার আপনার হটমেইল বা লাইভ মেইল একাউন্ট দিয়ে লগইন করুন। একাউন্ট না থাকলে একটি তৈরি করে নিন।
  • লগইন করার পর আপনাকে একটি পৃষ্ঠায় নিয়ে যাবে।
  • ওখানে আপনার ব্লগের নাম চাইবে। আপনার ব্লগের লিংকটা দিন। যেমন- untweeter.wordpress.com
  • এবার Submit বাটনে ক্লিক করুন।
  • এবার আপনাকে বলবে আপনার সাইটটি কি ধরনের মানে আপনার ব্লগকে আপনি কি ধরনের সাইট হিসেবে পরিচিত করবেন তাই্ Mete Tag থেকে দিবেন।
  • সবকিছু ঠিক থাকলে আপনাকে একটি কোড দিবে তারা দেখতে অনেকটা এই রকম…
<meta name='msvalidate.01' content='12C1203B5086AECE94EB3A3D9830B2E'>
  • এবার কোডটি কপি করে আপনার ব্লগের Tools >> Bing Webmaster Center এ পেষ্ট করুন।
  • এবার সবকিছু সেভ করুন ও কোডের পাতায় আবার যান।
  • এবার এখান থেকে Return to the Site List বাটনে ক্লিক করুন।
  • তাহলেই গুগলের দ্বারা সিইও করার কাজ শেষ।

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top