WordPress এ বাংলা ল্যাঙ্গুয়েজ ইন্সটল করার পদ্ধতি 

আজ আপনাদের সাথে আমি শেয়ার করবো কিভাবে আপনি খুব সহজে আপনার ওয়েব সাইটে Bangla Language Install করবেন। WordPress হচ্ছে ওপেন সোর্স সিএমএস সিস্টেম যার মাধ্যমে আপনি খুব সহজে আপনার মন মত একটি ওয়েব সাইট বানাতে পারবেন । এর রয়েছে অনেক Function । তাই আপনাদের কে দেখাবে কিভাবে সহজে আপনি আপনার ভাষায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন ।
প্রথম ধাপঃ
প্রথমে WordPress এর অফিসিয়াল ওয়েব সাইট থেকে WordPress এর লেটেস্ট ভার্সন download করে ইনস্টল করে নিন।
WordPress এর Default Language হচ্ছে English। তো চলূন কিভাবে এটাকে Bangla ভাষায় পরিনত করা যায় দেখে নেই ।
দ্বিতৃয় ধাপ:
এখন বাংলা ভাষায় ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আপনাকে দুটো ফাইল ডাউনলোড করতে হবে। ফাইল দুটি হচ্ছে bn_BD.mo এবং bn_BD.po মূলত আমাদের প্রয়োজন হচ্ছে bn_BD.mo তবে আপনি দুটো ফাইল ডাউনলোড করে নিন । এখান থেকে
তৃতীয় ধাপ:
ফাইল দুটো ডাউনলোড হয়ে গেল পরবর্তীতে WordPress এর wp-content directory languages নামে একটি ফ্লোডার তৈরি করতে হবে এব bn_BD.mo ফাইলটিকে এই ফ্লেডার এর মধ্যে রাখতে হবে।
WordPress >>wp-content >>languages>>bn_BD.mo
আপনি যদি live server কাজ করেন তাহলে Ftp Client এর মাধমে ফাইল গুলোকে নিদিষ্ট ডাইরেক্টরিতে স্থানানতর করবেন।
চতুর্থ ধাপ:
আমাদের কাজ প্রায় শেষ এখন আমরা WordPress এর wp-config.php ফাইলটিকে এডিট করে আমাদের languages ফাইলটির নাম উল্লেখ্য করে দেব । এর জন্য প্রথমে আপনাকে wp-config.php ওপেন করতে হবে নোট পোড বা সবচেয় বহুল ব্যবহৃত সফ্যটওয়ার Notepad++ দিয়ে। ফাইলটি ওপেন করার পর নিচের দেখানো লাইনটি খুজে বের করুন ।
/**
* WordPress Localized Language, defaults to English.
*
* Change this to localize WordPress. A corresponding MO file for the chosen
* language must be installed to wp-content/languages. For example, install
* de_DE.mo to wp-content/languages and set WPLANG to ‘de_DE’ to enable German
* language support.
*/
define(‘WPLANG’, ”);
উপরের লাইন খুজে পাবার পর নিচের লাইন টিকে কপি করে রিপ্লেস করে দিন বা শুধু মাত্র define(‘WPLANG’, ‘xxx’); কোটেশনের ভেতরের লাল অংশে আপনার Language ফাইটির নাম উল্লেখ্য করে দিন।
/**
* WordPress Localized Language, defaults to English.
*
* Change this to localize WordPress. A corresponding MO file for the chosen
* language must be installed to wp-content/languages. For example, install
* de_DE.mo to wp-content/languages and set WPLANG to ‘de_DE’ to enable German
* language support.
*/
define(‘WPLANG’, ‘bn_BD’);
ব্যস শেষ আপনার কার্যক্রম এখন দেখুন আপনার WordPress হয়ে গেছে সম্পূর্ন বাংলা ।WordPress এ বাংলা ল্যাঙ্গুয়েজ ইন্সটল করার পদ্ধতি
ধন্যবাদ সবাইকে । আশা করি ভাল লেগেছে ।

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top