কম সময়ে সাজিয়ে নিন আপনার ওয়ার্ডপ্রেস ব্লগ! 


ওয়ার্ডপ্রেস ব্লগ তৈরিতে যারা নতুন তাদের বেশ সমস্যায় ভুগতে হয়। যেমন তাদের পছন্দ মত প্লাগিন ও উইজেট খুজে পান না। পেলেও মন মত হয় না । বাংলা বা যেকোনো ব্লগ তৈরিতে যেসকল প্লাগিন দরকার হয়
তার একটা নুন্যতম একটা তালিকা দেওয়ার চেষ্টা করব।
th3.anik@gmail.com
প্লাগিন বা উইজেট কিভাবে অ্যাড করতে হয় তা আর নতুন করে বলার দরকার নেই। কারন টিউনারপেজ এ ওয়ার্ডপ্রেস নিয়ে ধারাবাহিক টিউটোরিয়াল এ তা সুন্দর ভাবে বর্ণনা করা আছে।
ওয়ার্ডপ্রেস সাইট তৈরিতে প্রথমে প্রয়োজন একটা সুন্দর থিম । সুন্দর থিম খুজতে আমাকে প্রয়োজন নেই। গুগল এই কাজ ভাল পারে :D
তারপর আপনার সাইট খালি খালি মনে হবে । এই জন্য প্রয়োজন হবে কিছু প্লাগিন । নিচে কিছু অধিক প্রয়োজনীয় প্লাগিন নিয়ে আলোচনা করা হলঃ
১। Sidebar Login – সাইট এর সাইড বারে একটা লগিন বক্স যোগ করতে পারবেন । সাথে রেজিস্টার বাটন ও থাকবেন ।

  link
২। 3D tag cloud – এটা একটা এনিমেটেড ট্যাগ বক্স যুক্ত করবে ।

 link
৩। BanglKB – এটি দ্বারা ব্লগ এ ফনেটিক বাংলা লেখা সম্ভব হবে ।

 link
৪। Top Authors – এটা আপনার সাইট এর টপ লেখক দের লিস্ট দেখাবে

 link
৫। Top Commentators Widget – সেরা মন্তব্য প্রদান কারির লিস্ট দেখাবে ।

৬। WP Content Copy Protection – এটার কারনে কেউ আপনার ব্লগ থেকে কিছু কপি করতে পারবে না ।
 link
৭। WP Favorite Posts – এটি দ্বারা আপনি প্রিয় অপশন অ্যাড করতে পারবেন ।

 link
৮। Bangla Author Bio – এটা আপনার ব্লগ এর প্রত্তেক পোস্ট এর শেষে লেখকের ইনফো প্রদর্শন করাবে ।

৯। Bangla Date and Time – এটা ব্লগ এর সকল সংখ্যা কে বাংলায় কনভার্ট করে দেয় ।
 link
১০। EG-Archives – আপনার ব্লগ এর আর্কাইভ ড্রপ ডাউন আকারে প্রদর্শন করাবে ।
১১। PDF24 Article To PDF – এটার মাধ্যমে আপনার ব্লগ এর পোস্ট পিডিএফ আকারে ডাউনলোড করা যাবে ।
 link
আশা করি প্লাগিন গুলো আপনাদের কাজে আশবে । ভাল থাকবেন। ধন্যবাদ

0 comments :

Post a Comment

 
How to Lose Weight at Home Top